SEHEO Economic Health Education Organization (NGO) Job circular 2019 (সিও)

সিও/SEHEO সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি!

সোসিও ইকোনোমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন (সিও) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি থেকে সনদ প্রাপ্ত একটি বেসরকারী স্বেচ্ছাসেবী মানবকল্যাণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ গ্রামীন দরিদ্র জনগোষ্ঠী ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে যার মধ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম অন্যতম । সংস্থার আওতাধীন বর্ধিত এলাকার জন্য কিছু সংখ্যক ক্ষুদ্র ঋণ কার্যক্রমের দীর্ঘ সময় সংস্থার সাথে যুক্ত থেকে কাজ করার মানসিকতাসম্পন্ন যোগ্য, সৎ,কর্মঠ,পরিশ্রমী প্রার্থীদের নিকট হতে নিম্ন লিখিত পদে দরখাস্ত আহ্বান করা হইল ।

পদসমুহ
1. পরিচালক, ঋণ কার্যক্রম
2. প্রধান হিসাব রক্ষক
3. জোনাল ম্যানেজার
4. সহকারী হিসাব রক্ষক
5. এরিয়া ম্যানেজার
6. সিনিয়র অডিট ও মনিটরিং অফিসার
7. ডিপ্লোমা ইঞ্জিনিয়ার - সিভিল
8. শাখা ব্যবস্থাপক
9. জোনাল হিসাব রক্ষক
10. অডিট ও মনিটরিং অফিসার
11. পাবলিক রিলেশন অফিসার
12. আইটি অফিসার
13. শাখা হিসাব রক্ষক
14. সহকারী শাখা হিসাব রক্ষক
15. অফিস সহকারী (মহিলা)
16. ফিল্ড অফিসার (অনভিজ্ঞ)
17. ফিল্ড অফিসার
18. এম এল এস এস
19. প্রহরী

উৎসঃ দৈনিক প্রথম আলো - ২৮ জুলাই ২০১৯

SEHEO Economic Health Education Organization (NGO) Job circular 2019

No comments

Powered by Blogger.